
লন্ডন, ১০ জুন — চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এর আগে, সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
এই সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ড. ইউনূস বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় রাজা চার্লসের হাত থেকে তিনি সম্মানজনক ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।
আগামী ১১ জুন তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। একই দিনে লন্ডনের বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসে (রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) একটি বিশেষ ভাষণ দেবেন তিনি। সেখানে তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি, গণতান্ত্রিক উত্তরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।