চাকসুতে শিবিরের প্যানেল ঘোষণা, আছেন হিন্দুধর্মাবলম্বী প্রার্থীও

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম।

প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইব্রাহীম হোসেন রনি। সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনীত হয়েছেন সাজ্জাদ হোসাইন মুন্না।

প্যানেলের অন্যান্য পদে রয়েছেন—

  • খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক: মোহাম্মদ শাওন
  • সহ-খেলাধুলা সম্পাদক: শাহপরান মারুফ
  • সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: হারেজুল ইসলাম
  • সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: জিহাদ হোসেন
  • দফতর সম্পাদক: আব্দুল্লাহ আল নোমান
  • সহ-দফতর সম্পাদক: জান্নাতুল আদন নুসরাত
  • সমাজসেবা ও পরিবেশ সম্পাদক: তাহসিনা রহমান
  • গবেষণা ও উদ্ভাবন সম্পাদক: তানভীর আঞ্জুম শোভন
  • বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি সম্পাদক: মাহবুব রহমান
  • ছাত্রী কল্যাণ সম্পাদক: নাহিমা আক্তার দ্বীপা
  • সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক: জান্নাতুল ফেরদাউস রিতা
  • স্বাস্থ্য সম্পাদক: আফনান হাসান ইমরান
  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: মোনায়েম শরীফ
  • ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক: মেহেদী হাসান সোহান
  • যোগাযোগ ও আবাসন সম্পাদক: ইসহাক ভূঁইয়া
  • সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক: ওয়ায়দুল সালমান
  • আইন ও মানবাধিকার সম্পাদক: তাওহীদ রাব্বি
  • পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক: মাসুম বিল্লাহ

এছাড়া নির্বাহী সদস্য পদে মনোনীত হয়েছেন— জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি, আকাশ দাশ, সোহানুর রহমান ও আদনান শরীফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *