
রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেওয়া বন্ধ করার দাবিতে মানববন্ধন চলাকালে যুবদলের ‘বহিষ্কৃত’ সাধারণ সম্পাদক আব্দুর রহমানের নেতৃত্বে ‘সন্ত্রাসীরা’ হামলা করেছে। পরে ব্যবসায়ীরা লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন কাঁচামালের আড়ত এলাকায় এ ঘটনা ঘটে।
পরে তেজগাঁও জোনের উর্ধ্বতন কর্মকর্তাসহ ওই থানার ওসি ক্যশৈনু উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসেন। তাদের উপস্থিতিতে কারওয়ান বাজারের ব্যব্যসায়ীরা বলেন, ‘যুবদলের বহিষ্কৃত নেতা আবদুর রহমানের নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করা হয়েছে। পুলিশের কয়েকজন সন্ত্রাসের পক্ষে কাজ করছে, কারণ তারা প্রতি মাসে মাসোয়ারা পায়। হান্নান ও হায়দারও লাখ লাখ টাকা চাঁদা নেয়। তেঁজগাও থানা থেকে তাদের প্রত্যাহারের দাবি জানান তারা এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
জানা গেছে, চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন চলাকালে এই হামলার পর ব্যবসায়ীরাও লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের তাড়া করেছেন। এ ঘটনায় চাঁদাবাজদের সঙ্গে ব্যবসায়ীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তবে এখন অবধি কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ‘চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও- গুড়িয়ে দাও’, ‘চাঁদাবাজের আস্থানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন।
ব্যবসায়ীরা জানান, আজকে পুলিশ প্রশাসন চাঁদাবাজদের পক্ষে কাজ করেছে। তারা প্রতিমাসে মাসোহারা পায় বলেই এমন হামলার পরেও তারা চুপ থাকে।
কারওয়ান বাজারের এক ব্যবসায়ী বলেন, আমরা চাঁদাবাজি বন্ধের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতেছিলাম কিন্তু হঠাৎ করেই আমাদের ওপর হামলা করা হয়। পাশেই পুলিশের সদস্য ছিল তবুও কীভাবে তারা এই হামলা করতে পারে আমরা জানতে চাই। এ ঘটনার পর আমরা ঐক্যবদ্ধভাবে এ হামলাকারীদের প্রতিহত করছি।