‘চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচন করার চেয়ে মরে যাওয়া ভালো’ – হাসনাত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সহসভাপতি হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “চাঁদাবাজ আর দুর্নীতিবাজদের সঙ্গে জোট করে নির্বাচনে যাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো।”

রোববার (১০ নভেম্বর) রাজধানীতে এক কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা জনগণের রাজনীতি করি, স্বার্থের নয়। যারা রাজনীতির নামে লুটপাট, দখলবাজি আর চাঁদাবাজিতে জড়িত—তাদের সঙ্গে কোনো আপস নেই। নীতির রাজনীতি থেকেই এনসিপি কখনও সরে যাবে না।”

তিনি আরও বলেন, “আমাদের দল জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়ছে। নীতিহীন জোট করে ক্ষমতায় যাওয়া আমাদের লক্ষ্য নয়। জনগণই আমাদের শক্তি।”

সভায় দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা হাসনাতের বক্তব্যে সমর্থন জানিয়ে বলেন, এনসিপি ন্যায়, সততা ও জনগণের স্বার্থের রাজনীতিতেই বিশ্বাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *