
আগামী জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করে তুলতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন। রোববার (১৬ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এদিন মোট ১২টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। দিনের শুরুতে প্রথম দফায় ৬টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে সিইসি বলেন, সবার জন্য সমতল মাঠ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর মতামত বিবেচনায় নেবে কমিশন। নির্বাচনী আচরণবিধি সুষ্ঠুভাবে পালন করা হলে নির্বাচন আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হবে বলে মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে সব দলের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান সিইসি নাসিরউদ্দিন।
প্রথম দফায় সংলাপে অংশ নেয় গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টি।
অপরদিকে, দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বিতীয় দফার সংলাপে অংশ নেবে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।