
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে উদ্ভূত সহিংস পরিস্থিতির প্রেক্ষিতে জারি করা কারফিউর সময়সীমা আরও ২২ ঘণ্টা বৃদ্ধি করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল (শুক্রবার) দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলাজুড়ে কারফিউ বলবৎ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ আংশিকভাবে শিথিল থাকবে যাতে সাধারণ মানুষ প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তাই জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জনগণকে ঘরে অবস্থান এবং নির্ধারিত সময় ছাড়া অপ্রয়োজনে বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে।
জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সহিংস ঘটনার পূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই দীর্ঘ সময়ের কারফিউতে চরম ভোগান্তির শিকার হলেও, নিরাপত্তার স্বার্থে প্রশাসনের সিদ্ধান্ত মেনে নিচ্ছেন বলে জানা গেছে।