গোপালগঞ্জের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন নেই

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে সহিংসতার ঘটনাকে “দুঃখজনক ও অপ্রত্যাশিত” বলে উল্লেখ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) বিষয়ক উপদেষ্টা সজীব ভূঁইয়া। তবে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ও পেশাদার ভূমিকা পালন করেছে এবং দ্রুত ঘটনাস্থল থেকে উপস্থিত সবাইকে সরিয়ে নিতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর বিনিয়োগ ভবনে এক কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। তাঁর মতে, বাহিনীর ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন তোলা অনুচিত।





সজীব ভূঁইয়া বলেন, “বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবেই শান্তিপ্রিয়। তাই দেশের প্রতিটি সভা-সমাবেশ শান্তিপূর্ণভাবে চলুক, এটা আমাদের প্রত্যাশা। গোপালগঞ্জের ঘটনায় যারা জড়িত, তারা অবশ্যই গ্রেফতার হবে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।” তিনি এসময় জনগণকে কোনো গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান এবং বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কঠোর অবস্থানে রয়েছে।”





নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও তাদের প্রতীক ‘নৌকা’ প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ হলেও নৌকা প্রতীক নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে—এটা খুবই দুঃখজনক। একটি প্রতীক ব্যবহার করে বারবার জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। সেই প্রতীকটি এখনও বৈধ রাখা গণতন্ত্রের অবমাননা। জুলাই গণঅভ্যুত্থান দিবসের স্পিরিটের সঙ্গে এটি সম্পূর্ণ সাংঘর্ষিক।” সজীব ভূঁইয়ার বক্তব্যে স্পষ্ট, সরকার কিংবা নির্বাচন কমিশনের যেকোনো প্রতীক ব্যবস্থাপনার ক্ষেত্রে নাগরিক মতামত এবং ঐতিহাসিক বাস্তবতা বিবেচনায় নেওয়া জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *