
কুর্মিটোলা বিমানঘাঁটিতে বিমান বিধ্বস্তে শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসে দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি বলেছেন, “এই মুহূর্তে জাতি এক দুঃখজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। দয়া করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্যকে গুরুত্ব দেবেন না। একটি শক্তিশালী বিমানবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অন্যতম রক্ষাকবচ। সেই বাহিনীকে নিয়ে গুজব ছড়িয়ে দেওয়া মানে দেশের নিরাপত্তাকে দুর্বল করা।”
এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানবাহিনী প্রধান আরও বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় আমার হৃদয়ও ভেঙে গেছে। আপনাদের মতো আমিও শোকাহত। আমি একটি সরকারি জরুরি সফরে বিদেশে ছিলাম। কিন্তু খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আজ সকালেই দেশে ফিরে এসেছি।” তাঁর বক্তব্যে দেশপ্রেম ও কর্তব্যপরায়ণতার এক অনন্য উদাহরণ তুলে ধরেন তিনি, যেখানে একজন শীর্ষ কর্মকর্তা দেশের সংকটে পাশে দাঁড়ানোর জন্য তড়িঘড়ি ফিরে আসেন।
বিমানবাহিনীর এই সংকটময় মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “একটি জাতি তখনই দুর্বল হয়, যখন অভ্যন্তরীণ বিভ্রান্তি ও সন্দেহ তাকে গ্রাস করে। আসুন, আমরা সবাই দেশের জন্য প্রার্থনা করি, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াই।”