গাজীপুরে আসন বৃদ্ধি ও বাগেরহাটে কমানোর খসড়া অনুমোদন ইসির

ঢাকা, ৩০ জুলাই: আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দেশের ভোটার ও জনসংখ্যার ভারসাম্য বিবেচনায় আসন পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। গাজীপুর জেলার জনসংখ্যা ও ভোটার বেড়ে যাওয়ায় সেখানে একটি আসন বাড়ানোর এবং বাগেরহাট জেলায় একটি আসন কমানোর সুপারিশ করেছে কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটি। কমিশন এই সুপারিশের খসড়া অনুমোদন দিয়েছে বলে বুধবার আগারগাঁওয়ে কমিশন ভবনে এক ব্রিফিংয়ে জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।


আনোয়ারুল ইসলাম সরকার জানান, ৪২টি আসনের আবেদন পর্যালোচনার ভিত্তিতে কারিগরি কমিটি ছোট-বড় সংশোধনের প্রস্তাব দেয়। এর মধ্যে ৩৯টি আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আগামীকাল ৩১ জুলাই গেজেট আকারে তা প্রকাশ করা হবে। এরপর ১০ আগস্টের পর দাবিদাওয়া ও আপত্তি শুনানি করে বিষয়টি চূড়ান্ত করা হবে। নির্বাচন কমিশনের এই উদ্যোগ আসন্ন জাতীয় নির্বাচনে ভোটার প্রতিনিধিত্বের ভারসাম্য রক্ষা করবে বলে আশা করা হচ্ছে।


সীমানা নির্ধারণ প্রসঙ্গে কমিশনার বলেন, আইন অনুযায়ী প্রতিটি আসনে গড়ে ৪ লাখ ২০ হাজার ভোটার থাকা উচিত। সেই হিসাবে তিনশ আসনের জন্য জনসংখ্যা, ভোটার সংখ্যা, ভৌগোলিক বাস্তবতা ইত্যাদি বিবেচনায় আগের সীমানাগুলো নতুন করে যাচাই-বাছাই করা হয়েছে। তবে ১, ২ ও ৩টি আসনবিশিষ্ট ছোট জেলাগুলোকে পুনর্বিন্যাসের আওতায় আনা হয়নি। সবচেয়ে বেশি ভোটারের জেলা গাজীপুরে একটি আসন বাড়ানো এবং কম ভোটারের জেলা বাগেরহাটে একটি আসন কমানো সংক্রান্ত সিদ্ধান্ত ইতোমধ্যে অনুমোদিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *