
গাইবান্ধা, ৩০ মে:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না।” তিনি আহ্বান জানান, আগামী নির্বাচনে দল বা মার্কার ভিত্তিতে নয়, বরং সৎ ও জনগণের উন্নয়নে কাজ করতে সক্ষম প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য।
বৈরি আবহাওয়ার মধ্যেও শুক্রবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চৌরাস্তার মোড়ে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন সারজিস আলম। এদিন তিনি সাত উপজেলার সফরের অংশ হিসেবে গাইবান্ধা জেলায় প্রচারণা শুরু করেন।
পথসভায় তিনি বলেন, “দেশের খেটে খাওয়া মানুষ দ্রব্যমূল্যের সিন্ডিকেটে নাভিশ্বাস উঠেছে। নাগরিক পার্টি মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনছে এবং সেসব চাহিদার ভিত্তিতে ইশতেহার ঘোষণা করবে।”
গাইবান্ধার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, “এই জেলায় শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের ঘাটতি রয়েছে। গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়ন হলে জেলার অর্থনৈতিক অগ্রগতি সম্ভব। তবে এ বিষয়ে সরকারের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বেরও উদ্যোগ প্রয়োজন।”
উত্তরাঞ্চল কৃষিপ্রধান এলাকা হওয়ায় কৃষকদের সমস্যার কথাও তুলে ধরেন তিনি। “উত্তরের কৃষক সিন্ডিকেটের হাতে জিম্মি। পর্যাপ্ত হিমাগার নেই, আর যেগুলো আছে, সেগুলোর ব্যবস্থাপনাও দুর্বল,” বলেন সারজিস। তিনি উত্তরাঞ্চলকে একটি ‘সবুজ শিল্পায়নের মডেল’ হিসেবে গড়ে তোলার জন্য একটি রোডম্যাপ তৈরির দাবি জানান।
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, নেতা নাজমুল হাসান সোহাগ ও সদস্য ফিহাদুর রহমান দিবস। তারা সবাই দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের আহ্বান জানান এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এনসিপির এ সফরকে কেন্দ্র করে স্থানীয়ভাবে কিছুটা রাজনৈতিক তৎপরতা ও আলোচনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।