
মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে তিনি বলেন, “জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে আমাদের বিরুদ্ধে হত্যা-গণহত্যার অভিযোগ সত্য। আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি।” আদালতে নিজের দায় স্বীকার করে তিনি জানান, এ ঘটনায় পুরো রহস্য উন্মোচনে সহযোগিতা করতে চান এবং বিস্তারিত তথ্য তুলে ধরবেন। আদালত তার রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করেছে।
এই মামলায় একইসঙ্গে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে। অভিযোগ গঠনের মাধ্যমে তাদের বিচার কার্যক্রম শুরু হয়েছে। চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রাজসাক্ষী হওয়ার ঘোষণায় মামলার মোড় নতুন দিকে মোড় নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজসাক্ষী হওয়ার কারণে নিরাপত্তা চেয়ে আবেদন করেন মামুনের আইনজীবী অ্যাডভোকেট জায়েদ বিন আমজাদ। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, ট্রাইব্যুনাল প্রয়োজনীয় নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় আদেশ দেবে। এই মামলার রায়ের মাধ্যমে জুলাই-আগস্টের রাজনৈতিক সহিংসতার নেপথ্যের অনেক অজানা তথ্য উঠে আসবে বলে আশা করা হচ্ছে।