খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের ইসহাক দারের সাক্ষাৎ

ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় পাকিস্তানের ঢাকাস্থ হাইকমিশনার ইমরান হায়দারও উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এবং খালেদা জিয়ার একান্ত সহকারী এবিএম আব্দুস সাত্তার। বৈঠক শেষে ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, আলোচনায় বাংলাদেশের জনগণ ও পাকিস্তানের জনগণের সম্পর্ক কীভাবে আরও স্বাভাবিক ও দৃঢ় করা যায় সে বিষয়ে মতবিনিময় হয়েছে। একই সঙ্গে পাকিস্তান পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

তিনি আরও জানান, বৈঠকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়। পাকিস্তান সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনাও জানানো হয়। প্রসঙ্গত, ইসহাক দার গতকাল শনিবার দুপুরে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *