কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আহ্বান জানিয়েছেন, সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সজাগ থাকতে হবে। শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) দেয়া এক বিশেষ বাণীতে তিনি বলেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার দেশের সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর। তিনি দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং শ্রীকৃষ্ণের জীবনাদর্শকে শান্তি ও ন্যায়ের পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করেন।

শ্রীকৃষ্ণের জন্মতিথি ‘শুভ জন্মাষ্টমী’ হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, শ্রীকৃষ্ণ আজীবন সাম্য, ন্যায়, মানবপ্রেম ও শান্তির বার্তা প্রচার করেছেন। অন্যায় ও অবিচারের মুখোমুখি হলে তিনি শুভশক্তিকে রক্ষার জন্য অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ড. ইউনূস বলেন, আবহমানকাল ধরে এ দেশের মানুষ পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছে, যা বাংলাদেশের সংস্কৃতির এক অনন্য বৈশিষ্ট্য।

প্রধান উপদেষ্টা আরও বলেন, শ্রীকৃষ্ণের শিক্ষা ও আদর্শ সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। তিনি সবার সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যমুক্ত, শান্তি ও সম্প্রীতিতে ভরপুর এক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। তাঁর মতে, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ সমাজ নিশ্চিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *