
অন্তর্বর্তী সরকার ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি)-তে গুরুত্বপূর্ণ মানবাধিকার সংক্রান্ত সংশোধনী এনেছে। এখন থেকে কোনও ব্যক্তিকে গ্রেফতারের ১২ ঘণ্টার মধ্যে তার পরিবার, বন্ধু বা আইনজীবীর কাছে বিষয়টি জানাতে হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদের সভায় এই সংশোধনী প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এই তথ্য জানান।
বর্তমানে সংবিধান ও প্রচলিত আইনে গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার বিধান থাকলেও, পরিবারকে তাৎক্ষণিক জানানো সংক্রান্ত কোনো বাধ্যবাধকতা স্পষ্ট ছিল না। আদালতের নির্দেশনা থাকলেও বহু ক্ষেত্রে ব্যত্যয় ঘটেছে, যার ফলে অনেকেই নিখোঁজ বা বেআইনি আটক অবস্থায় দিন কাটিয়েছেন।
নতুন এই সংশোধনীর ফলে গ্রেফতারের পর আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য থাকবে ১২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্টদের জানাতে, যা গণতান্ত্রিক স্বচ্ছতা ও মানবাধিকারের দিক থেকে একটি বড় অগ্রগতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আইন উপদেষ্টা আরও বলেন, “এই সংশোধনী শুধু মানবিক নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটি সাহসী পদক্ষেপ।”
আইন সংশোধন এখন মন্ত্রিসভায় উপস্থাপনের পর অধ্যাদেশ আকারে জারি করা হবে বলে জানা গেছে।