
মৌলভীবাজার, ২৫ মে ২০২৫: দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্তে জামায়াতে ইসলামীর সমর্থন নেই বলে মন্তব্য করেছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, করিডোর ও বন্দর সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে শুধুমাত্র নির্বাচিত সরকারেরই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।
রোববার (২৫ মে) দুপুরে মৌলভীবাজার জেলার কুলাউড়ায় চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “দেশের সার্বভৌমত্ব ও স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোনো সিদ্ধান্তে জামায়াতে ইসলামী সমর্থন দিতে পারে না। করিডোর ও বন্দর ইস্যুর মতো বিষয়ে অন্তর্বর্তী সরকারের এককভাবে সিদ্ধান্ত গ্রহণ অনুচিত। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া আবশ্যক।”
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর প্রস্তাবেও জামায়াতের কোনো সমর্থন নেই। এ সময় তিনি প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমা অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
সভায় উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা বলেন, দেশের স্থিতিশীলতা ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য একটি গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই।