ঐকমত্য কমিশনের প্রস্তাব: দশ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, একমত বিএনপি – সাংবিধানিক নিয়োগ কমিটিতে আপত্তি

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী, একজন ব্যক্তি যেন দশ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী না থাকতে পারেন—এমন প্রস্তাবে একমত হয়েছে বিএনপি। তবে সাংবিধানিক নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব নিয়ে দ্বিমত পোষণ করেছে দলটি।

বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের বৈঠক শেষে এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, “পঞ্চম সংশোধনীর মূলনীতি ও কমিশনের নতুন কিছু প্রস্তাবে আমরা একমত হয়েছি। তবে এসব বিষয়ে এখনও পূর্ণ ঐকমত্য প্রতিষ্ঠা হয়নি। বিশেষ করে সাংবিধানিক নিয়োগ কমিটি নিয়ে আমাদের ভিন্নমত আছে।”

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে প্রচলিত আইনের আওতায় কমিশন বা সার্চ কমিটি করলেই নিয়োগ প্রক্রিয়া সম্ভব। সেখানে আলাদা কোনো নতুন সাংবিধানিক বডি গঠনের প্রয়োজন নেই। বরং আইনের সংস্কারের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই জরুরি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “নির্বাহী বিভাগের ক্ষমতা কমানো বা দুর্বল করার অর্থ হতে পারে একধরনের প্রতিক্রিয়া। কোনো এক সময় স্বৈরাচারী শাসন ছিল বলে আজ নির্বাহী বিভাগকে অকার্যকর করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। তাই সাংবিধানিক নিয়োগ কমিটির প্রস্তাবে আমরা একমত হতে পারছি না।”

তবে প্রধানমন্ত্রী হিসেবে একজন ব্যক্তি যেন টানা বা পৃথকভাবে দশ বছরের বেশি দায়িত্ব পালন করতে না পারেন, এ বিষয়ে বিএনপি একমত—বলেন তিনি।

জাতীয় ঐকমত্য কমিশন বর্তমানে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে কাঙ্ক্ষিত সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *