এমপি হলে সরকারি কোনো সুবিধা নেবেন না শিশির মনির, এমনকি প্রটোকলও

নির্বাচিত হলে তিনি কোনো ধরনের সরকারি সুবিধা গ্রহণ করবেন না— এমনকি প্রটোকলও ব্যবহার করবেন না বলে ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতের এমপি প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির।

সোমবার (২৪ নভেম্বর) রাতে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দিয়েছেন তিনি।

ভিডিও বার্তায় শিশির মনির বলেন, ‘আমি কখনো কোনভাবেই সরকারি কোনো বেনিফিট নিব না। যদি আমি নির্বাচিত হতে পারি, সরকার প্রদত্ত ভাতা, এলাওয়েন্স কিংবা সুযোগ-সুবিধা— যা-ই আমাকে দেওয়া হবে, সবটুকুই আমি জনগণের কল্যাণে উন্মুক্ত করে দিব। আমি তার এক পয়সাও নিজের, পরিবারের বা আত্মীয়স্বজনের কল্যাণে ব্যয় করবো না। এটি অনারিয়াম হোক বা অন্য কোনো সুবিধা কোনোভাবেই আমি তা নেব না।’

তিনি আরও বলেন, ‘আমি কোনোদিন ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করবো না। সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করতে পারেন, কিন্তু আপনাদের দোয়ায় যদি আল্লাহ তাআলার বরকতে আমি নির্বাচিত হই, তাহলে আমি কখনোই ট্যাক্স ফ্রি গাড়ির কোনো সুযোগ সুবিধা নেব না। কেউ আমাকে বলতে পারবে না যে আমি ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করেছি।’


প্রশাসনকে ব্যক্তিস্বার্থে ব্যবহারের বিষয়ে শিশির মনির বলেন, ‘আমি কখনো নিজের স্বার্থে প্রশাসনকে ব্যবহার করতে চাইবো না, করবোও না। প্রশাসন জনগণের স্বার্থে ব্যবহৃত হবে। আমি ব্যক্তিগতভাবে প্রশাসনের সঙ্গে কথা বলে নিজের, পরিবারের বা আত্মীয়স্বজনের স্বার্থে কোনোদিন কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করবো না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *