এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ছয় কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে দীর্ঘ ২০-২৫ বছর ধরে ভ্যাট ও শুল্ক ফাঁকির সুযোগ সৃষ্টি করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

রোববার (২৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে।

যাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে, তারা হলেন—এনবিআরের আয়কর নীতি বিভাগের সদস্য এ কে এম বদিউল আলম, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার, ঢাকা-৮ কর অঞ্চলের অতিরিক্ত কমিশনার মির্জা আশিক রানা, ঢাকা কর অঞ্চল-১৬ এর অতিরিক্ত কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কণ্ডু এবং বিএসএস কর একাডেমির যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান।

এনবিআর সূত্রে জানা গেছে, অনুসন্ধানের আওতায় থাকা ছয় কর্মকর্তার মধ্যে পাঁচজন এনবিআরের চলমান সংস্কার আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত। এদের মধ্যে হাছান মুহম্মদ তারেক রিকাবদার ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর সভাপতি এবং মির্জা আশিক রানা ও শাহরীন সুস্মিতা পরিষদের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

প্রসঙ্গত, এনবিআরে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নের দাবিতে গত ১২ মে থেকে আন্দোলনে রয়েছেন কর্মকর্তারা। এর ফলে সরকারের রাজস্ব আহরণে গুরুত্বপূর্ণ এ সংস্থাটিতে কার্যত অচলাবস্থা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *