
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর শিবির নেতারা প্রথমবারের মতো শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া-মোনাজাত করেছেন। অনেকেই এটিকে জামায়াত-শিবিরের মুক্তিযুদ্ধবিরোধী অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন।
তবে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার জানিয়েছেন, মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে দলটির পক্ষ থেকে ক্ষমা চাওয়া বা অবস্থান পরিবর্তনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত হলে দলীয়ভাবে জানানো হবে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধকে পুঁজি করে যারা ব্যবসা করেছে, তারা লোকসানে পড়েছে। তবে ডাকসুজয়ী শিবির নেতাদের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া-মোনাজাতকে জামায়াত স্বাগত জানায়।
এদিকে জুলাই সনদ চূড়ান্ত হওয়ার প্রক্রিয়ায় নতুন প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। প্রস্তাবে বলা হয়েছে, জুলাই সনদ মানা না হলে প্রার্থিতা বাতিল হবে এবং কেউ সনদের বিরুদ্ধে প্রচারণা চালালে রাষ্ট্রদ্রোহের মামলা হবে।
এ নিয়ে গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ এখনও চূড়ান্ত হয়নি; খসড়াটি পরিবর্তনশীল এবং আলোচনা সাপেক্ষ। তবে তিনি এটিকে ফ্যাসিবাদবিরোধী ঐতিহাসিক দলিল হিসেবে আখ্যা দিয়ে বলেন, “জুলাই আন্দোলন কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়েছে। এটাকে অস্বীকার করা মানে ফ্যাসিবাদের পাশে দাঁড়ানো।”