
ঢাকা, ২৭ মে:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নানা গুঞ্জনের মধ্যে দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, তার প্রত্যাবর্তনে এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতির পরিবর্তন হলে তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং হাফিজ উদ্দিন আহমেদ সোমবার এক বিবৃতিতে বলেন, “তারেক রহমানকে ঘিরে নানারকম ষড়যন্ত্র এবং নিরাপত্তাহীনতার আশঙ্কা থাকায় তিনি এখনো স্বদেশে ফেরেননি। তবে উপযুক্ত পরিবেশ তৈরি হলে তিনি যেকোনো সময় দেশে ফিরবেন।”
২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান বিএনপির কার্যক্রম পরিচালনা করছেন প্রবাস থেকেই। ২০১৮ সালে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার কারাবরণের পর থেকেই তিনিই দলীয় সিদ্ধান্ত গ্রহণ ও সাংগঠনিক কার্যক্রমের মূল সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।
দলীয় নেতারা জানান, “দূর থেকে হলেও দলের প্রতিটি সিদ্ধান্তে তারেক রহমান সক্রিয়। আন্দোলন-সংগ্রামে তার নেতৃত্বে বিএনপি নতুন গতিপথ খুঁজে পেয়েছে।”
নেতাকর্মীদের প্রত্যাশা, নির্বাচনের তফসিল ঘোষণা হলেই তারেক রহমান দেশে ফিরবেন এবং আগামী নির্বাচনে সরাসরি নেতৃত্ব দেবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, “নির্বাচনের সময় তিনি দেশে ফিরে আসবেন বলে আমরা আশাবাদী। তার নেতৃত্ব দলের জন্য প্রেরণাদায়ক হবে।”
এদিকে, দলীয় আইনজীবীরা জানিয়েছেন, দেশে ফিরলে তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলো কোনো আইনি বাধা হয়ে দাঁড়াবে না। বেশিরভাগ মামলায় তিনি জামিনে রয়েছেন।
দলটির নেতাকর্মীদের দাবি, “দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এখন কেবল সময়ের অপেক্ষা। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সকলে তার ফিরে আসার প্রতীক্ষায় আছেন।”