
উপদেষ্টাদের কোনো ব্যক্তিগত সেইফ এক্সিট (নিরাপদ পলায়ন) প্রয়োজন নেই; বরং অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে এই জাতির সেইফ এক্সিট দরকার—এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, “রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের পথে অনেকটা এগিয়েছে; বাকি কাজ আগামী সরকারের উপরই থাকবে।” তিনি আরও যোগ করেন, প্রধান বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতি স্বাধীন সিদ্ধান্তে ব্রতশীল হতে পারেননি—এটি প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন হিসেবে হয়েছে। দেশের মানুষ যেন আর অন্যায়-অবিচারের শিকার না হয়—এই প্রত্যাশা তার।
সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, অতীতে যেসব গুম-খুন ও নির্যাতনের ঘটনা ঘটেছে, সেগুলো পুনরাবৃত্তি রোধে ভাঙা পড়া বিভিন্ন প্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত করে দাঁড় করাতে হবে।