ঈদযাত্রায় টিকিটের হাহাকার, একদিনেই সাড়ে চার কোটি হিট রেলওয়ের ওয়েবসাইটে

ঢাকা, ২৬ মে ২০২৫ (সোমবার):
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আজ থেকে বাংলাদেশ রেলওয়ে শুরু করেছে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি। আজ বিক্রি হচ্ছে ৫ জুন (ঈদের দুই দিন আগে) তারিখের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট, ফলে টিকিটপ্রত্যাশীদের চাপ ছিল সর্বোচ্চ।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হলে প্রথম দেড় ঘণ্টার মধ্যেই (সকাল সাড়ে ৮টা পর্যন্ত) রেলওয়ের অনলাইন টিকিটিং সিস্টেমে হিট পড়ে ২ কোটি ৯৭ লাখ বার।

পরে দুপুর ২টায় শুরু হয় পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি। মাত্র আধা ঘণ্টার ব্যবধানে, অর্থাৎ দুপুর আড়াইটা পর্যন্ত আরও ১ কোটি ৯৯ লাখ হিট পড়ে ওয়েবসাইট ও অ্যাপে। অর্থাৎ মাত্র কয়েক ঘণ্টায় মোট সাড়ে চার কোটির বেশি হিট পড়ে রেলওয়ের টিকিটিং প্ল্যাটফর্মে, যা অভাবনীয় চাপের ইঙ্গিত দেয়।

রেলওয়ে তথ্য অনুযায়ী, ৫ জুনের ট্রেনগুলোর জন্য ঢাকা থেকে মোট আসন সংখ্যা ৩৩ হাজার ৯২৪টি। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ২১টি ট্রেনে রয়েছে ১৭ হাজার ৩৪৮টি আসন এবং পূর্বাঞ্চলের ২৪টি ট্রেনে রয়েছে ১৬ হাজার ৫৭৬টি আসন।

সারা দেশের সব ট্রেন মিলিয়ে ৫ জুনের জন্য মোট আসন সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৮০৩টি। টিকিট সংখ্যা সীমিত থাকায় বিপুল সংখ্যক মানুষ কাঙ্ক্ষিত টিকিট থেকে বঞ্চিত হচ্ছেন।

রেলওয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “এত বিপুল হিট এর আগে দেখা যায়নি। আমরা চেষ্টা করছি সার্ভার স্থিতিশীল রাখতে, কিন্তু চাহিদা বিপুল।”

উল্লেখ্য, ঈদযাত্রায় জনসাধারণের অন্যতম ভরসা ট্রেন। তবে টিকিটের ঘাটতি ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে অনেকেই হতাশ হয়ে পড়ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *