
লক্ষ্মীপুর, ২৪ মে — ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম অভিযোগ করেছেন, “দিল্লির সরকার ইউনূস সরকারকে সহ্য করতে পারে না। এজন্য তারা ভারতের গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই দেশে কিছু লোককে ব্যবহার করে তাকে পদত্যাগে বাধ্য করতে চায়।”
শনিবার (২৪ মে) দুপুরে লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কার্যালয়ে দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মুফতি ফয়জুল করীম বলেন, “যারা ইউনূস সরকারকে সরাতে চায়, তারা মূলত দিল্লির রাজনীতি করছে। এটা জাতির জন্য গভীর উদ্বেগের বিষয়।”
মানবিক করিডর ইস্যুতে তিনি বলেন, “এই করিডর যদি শুধুমাত্র ভারতের সুবিধার্থে হয়, তাহলে আমরা তাতে রাজি নই। আমাদের দেশের স্বার্থ সংশ্লিষ্টতা থাকলে তবেই আমরা সমর্থন জানাবো।”
সেনাবাহিনী প্রধানের ভূমিকা নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, “সেনাপ্রধানের দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, রাজনীতি নয়। আমরা তাকে আহ্বান জানাই— অনধিকার চর্চা না করে নিজ দায়িত্বে ফিরে যেতে।”
এ সময় তিনি দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বান জানান এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।