
রাজধানীর মিডফোর্ড এলাকায় চাঁদা না দেওয়ার কারণে যুবদলের নেতাকর্মীদের হাতে স্থানীয় এক ব্যবসায়ী নির্মমভাবে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে ঘটে যাওয়া এই ঘটনা দেশজুড়ে চরম ক্ষোভের জন্ম দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যবসায়ীকে রাস্তার মাঝখানে উলঙ্গ করে পাথর মেরে হত্যা করা হয় এবং হত্যার পর যুবদলের কর্মীরা তার মরদেহ ঘিরে বুনো উল্লাসে মেতে ওঠে। ভয়াবহ এই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক নিন্দার ঝড় উঠে। এই বর্বরতা নিয়ে ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (১১ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম এই নৃশংস ঘটনার তীব্র সমালোচনা করেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে লেখেন, “আপনার দলের নেতাকর্মী নামধারী কতিপয় নরপিশাচকে সামলান, জনাব তারেক রহমান। আওয়ামী লীগের খুনের দায় যেমন শেখ হাসিনার উপর বর্তায়, তেমনি বিএনপি, যুবদল, ছাত্রদলের করা খুনের দায়ও আপনার ঘাড়ে বর্তায়।” তিনি আরও লিখেন, “মিডফোর্ড হাসপাতালের পাশে একজন ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা এবং তার লাশ ঘিরে বুনো উল্লাস—এই দৃশ্য কল্পনাও কষ্টকর। এমন ঘটনা বাংলাদেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে।”
সারজিস আলম এই বর্বরতাকে প্রাচীন ‘আইয়ামে জাহেলিয়ার’ যুগের সঙ্গে তুলনা করে বলেন, সভ্য সমাজে এমন নৃশংসতা ভাবনারও বাইরে। এদিকে, ভিডিও ফুটেজ ও সামাজিক চাপে আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। দেশবাসী এখন এই ন্যাক্কারজনক ঘটনার দ্রুত বিচার এবং মূলহোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।