আবু সাইদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু

জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ প্রথম দিনের এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন আবু সাঈদের বাবার সাক্ষ্য দেয়ার কথা রয়েছে। এর আগে গতকাল বুধবার মামলার সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর আবু সাঈদ হত্যার পটভূমি ও ঘটনার বিবরণ তুলে ধরেন। আদালতের কার্যক্রম ঘিরে উপস্থিত ছিলেন আইনজীবী, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ন্যায়বিচার প্রত্যাশী সাধারণ মানুষ।

গত ৬ আগস্ট এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদসহ মোট ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। সেদিন সকালে গ্রেফতারকৃত ছয় আসামিকে আদালতে হাজির করা হলেও বাকি ২৪ জন আসামি এখনও পলাতক। তাদের পক্ষে সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দিয়েছেন আদালত। প্রসিকিউশন বলছে, এই হত্যা পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছিল এবং এর নেপথ্যে জড়িতদের আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি।

এরও আগে, ২৮ জুলাই মামলার ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করে প্রসিকিউশন। আনুষ্ঠানিকভাবে অভিযোগ আমলে নেওয়া হয় গত ৩০ জুন। এর প্রায় এক সপ্তাহ আগে, ২৪ জুন তদন্ত সংস্থার কর্মকর্তারা আদালতে এই মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেন। সবশেষে সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ায় নিহত আবু সাঈদের পরিবার ও স্বজনরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, ন্যায়বিচার নিশ্চিত হবে এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *