
আগামীর বাংলাদেশে মসজিদ কমিটি কোনো রাজনৈতিক প্রভাবের বাইরে থাকবে বলে ঘোষণা দিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর বি এম এ মিলনায়তনে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ‘জাতীয় কনফারেন্স’-এ অংশ নিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন। কনফারেন্সে সংগঠনের নেতারা ইমাম ও খতিবদের বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি তার কাছে তুলে ধরেন। ধর্ম উপদেষ্টা জানান, মসজিদ কমিটির স্বৈরাচারিতা বন্ধে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে এবং তা শীঘ্রই গ্যাজেট আকারে প্রকাশ করা হবে।
ড. খালিদ হোসেন বলেন, দেশের মসজিদগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা হবে, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন। পাশাপাশি, ইমাম-খতিবদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সংস্কারের জন্য ১৯০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে সংস্কারের সময় মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে সৌন্দর্যবর্ধন ও প্রয়োজনীয় মেরামতের কাজ করা হবে।
তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশে ইমাম-খতিবদের তুচ্ছ-তাচ্ছিল্য করার সুযোগ আর নেই।” ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনার জন্য গৃহীত পদক্ষেপগুলো কার্যকর হলে দেশের ধর্মীয় পরিবেশ আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।