আগামীকাল থেকে চালু হচ্ছে ডিএসসিসির সকল আঞ্চলিক কার্যক্রম, আন্দোলনকারীদের আহ্বান

ঢাকা, ২২ জুন:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সকল আঞ্চলিক অফিসের কার্যক্রম ও নাগরিক সেবা আগামীকাল (সোমবার) থেকে পুনরায় চালু হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। রবিবার সকালে নগর ভবনের সামনে চলমান অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন তারা।

আন্দোলনকারীদের পক্ষে সংগঠকরা জানান, নাগরিক সেবার স্বার্থে সংশ্লিষ্ট সকল দফতরের কর্মীদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। তারা বলেন, “নগরবাসীর সেবা যেন কোনভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

তবে আন্দোলনকারীরা সতর্ক করে বলেন, “ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ফ্যাসিস্ট কর্মকর্তা বা তাদের দোসররা যদি নগর ভবনে প্রবেশের চেষ্টা করেন, তাহলে তা হবে সম্পূর্ণ তাদের ব্যক্তিগত দায়িত্বে। কোনো ফ্যাসিস্টের জন্য এখানে জায়গা নেই।”

একইসঙ্গে, নির্বাচিত কাউন্সিলর ইশরাক হোসেনকে শপথ গ্রহণ না করিয়ে আদালত ও সংবিধানের নির্দেশ অমান্য করার অভিযোগে ডিএসসিসির উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার অপসারণের দাবিও জানান আন্দোলনকারীরা।

উল্লেখ্য, সম্প্রতি ডিএসসিসিতে বিভিন্ন অনিয়ম ও রাজনৈতিক বিতর্ক ঘিরে নগর ভবনের সামনে কয়েকদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন নগরবাসীর একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *