‘আগস্টের সব কর্মসূচি ঘিরে পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা’

আগস্ট মাসের রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম এই তথ্য জানান। তিনি বলেন, চলমান নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল, আওয়ামী লীগ নেতাদের বাসা এবং বস্তিতে টার্গেট করে অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে ভাটারা এলাকায় আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ এখন পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করেছে।


এছাড়া, সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে সংঘটিত সোহাগ হত্যা মামলায় রুমান ব্যাপারি ও আবু হোসেন নামে আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় মোট গ্রেফতার ১৪ জনে দাঁড়িয়েছে। ডিসি মাসুদ জানান, এই হত্যাকাণ্ডের তদন্তকে কেন্দ্র করে পুলিশের গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং অন্যান্য জড়িতদেরও শনাক্তের কাজ চলছে। অপরদিকে, গুলশানের এক সাবেক সংসদ সদস্যের বাড়িতে চাঁদাবাজির অভিযোগে ‘অপু’ নামে একজনকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।


চাঁদাবাজ অপুর বাসায় অভিযান চালিয়ে পুলিশ একটি নতুন মোটরসাইকেল উদ্ধার করেছে, যা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদার টাকায় কেনা বলে জানা গেছে। ডিসি মাসুদ আরও জানান, আগস্ট মাসে যেকোনো নাশকতা ও অপরাধমূলক তৎপরতা দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। জনগণকে গুজবে কান না দিয়ে যেকোনো সন্দেহজনক তথ্য পুলিশের হটলাইনে জানানোরও আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *