
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলার ঘটনায় পররাষ্ট্র উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবহেলার কারণেই এ হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, “গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দকে লক্ষ্য করে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে। জুলাই পদযাত্রার সময় গোপালগঞ্জে আমাদের নেতাদের ওপর আক্রমণ হয়েছিল। উপদেষ্টা মাহফুজ আলমের ওপরও লন্ডন ও আমেরিকায় হামলার চেষ্টা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আখতার হোসেনকে টার্গেট করা হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, এসব হামলা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। প্রশাসনের কিছু কর্মকর্তা ভেতর থেকে তথ্য ফাঁস করে এসব তৎপরতায় সহযোগিতা করছে বলেও দাবি করেন নাহিদ ইসলাম।
এ সময় আওয়ামী লীগের নেতাদের জামিন ও প্রকাশ্যে চলাফেরার অভিযোগ তুলে তিনি বলেন, “শহীদ পরিবারদের হুমকি দেয়া হচ্ছে। ফ্যাসিবাদের সহযোগীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে।”
এনসিপির দাবিগুলো হলো—
- হামলার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত
- পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফ্যাসিবাদের সময় নিয়োগপ্রাপ্ত আওয়ামীপন্থী কর্মকর্তাদের অপসারণ
- উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলায় গ্রেফতার পাঁচজনের তালিকা প্রকাশ
- জুলাই হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা
- আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা
অন্যদিকে, শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন এর কোনো আইনগত ব্যাখ্যা দিতে পারেনি। আনুষ্ঠানিক সিদ্ধান্ত এলে দলীয় অবস্থান জানানো হবে। গণধিকার পরিষদের সাথে জোট নিয়ে আলোচনাও চলছে বলে জানান নাহিদ ইসলাম।