
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বাংলাদেশ বিষয়ক নিরাপত্তা উপদেষ্টা টেস বি. ব্রেসনান। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এই বৈঠকে জাতিসংঘের বাংলাদেশ মিশন ও বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। ব্রেসনান এ সময় বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাবের প্রশংসা করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়েও বৈঠকে গুরুত্বারোপ করা হয়। দুই পক্ষই একমত হন যে, নির্বাচনী সময়কালে যেকোনো ধরনের ঝুঁকি মোকাবিলায় তথ্য আদান-প্রদান এবং সম্মিলিত পদক্ষেপ অত্যন্ত জরুরি। ব্রেসনান বলেন, জাতিসংঘের কর্মীরা যাতে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের সহায়তা অব্যাহত থাকা গুরুত্বপূর্ণ।
আইজিপি বাহারুল আলম বলেন, “বাংলাদেশে কর্মরত জাতিসংঘ ও অন্যান্য বিদেশি সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।” তিনি আশ্বাস দেন, আসন্ন নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা এবং বিদেশি মিশনের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। বৈঠকে ডিআইজি (অপারেশনস) রেজাউল করিমসহ পুলিশের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।