“অর্থ ও রাজনৈতিক সুপারিশে জামিন পাচ্ছে আওয়ামী অপরাধীরা”—সারজিস আলমের প্রশ্ন

ঢাকা, ২২ মে ২০২৫ — অর্থ ও রাজনৈতিক দলের সুপারিশে আওয়ামী লীগের অনেক অপরাধীর জামিন মঞ্জুর হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক এবং জুলাই আন্দোলনের নেতা সারজিস আলম। তিনি প্রশ্ন তুলেছেন, এসব জামিন কার সুপারিশে ও কীভাবে হচ্ছে এবং আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল এ দায় এড়াতে পারেন কি না।

বৃহস্পতিবার (২২ মে) বেলা ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে এসব মন্তব্য করেন সারজিস আলম। সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের অধীনে চলমান বিচারকার্য নিয়েও প্রশ্ন তোলেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগারের জামিন হয়ে যায়। টাকা আর রাজনৈতিক সুপারিশ নাই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না।”

হেফাজতে ইসলাম প্রসঙ্গে তিনি বলেন, “শাপলা চত্বর হত্যাকাণ্ডে হেফাজতের ওপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলেম এখনও আদালতে চক্কর কাটে, কারাগারে বন্দী থাকে। অথচ এমন অনেক দাগী আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছে, যারা বিএনপির সাথে যুক্ত থাকলেও তাদের অপরাধ ছিল বিএনপি শাসনামলের।”

তিনি আরও বলেন, “এই বৈষম্যমূলক বিচারপ্রক্রিয়া এবং সুপারিশনির্ভর জামিন ব্যবস্থা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নের মুখে ফেলছে। এতে বিচারব্যবস্থার ওপর জনগণের আস্থা আরও ক্ষুণ্ন হচ্ছে।”

এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তার বক্তব্যকে সমর্থন করলেও, অনেকে দাবি করেছেন—বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ করা ঠিক নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *