সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ব্যর্থতার দায় স্বীকার করে দেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন গোলকিপার মিতুল মারমা

স্পোর্টস ডেস্ক | ১১ জুন ২০২৫, বুধবার

এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হতাশাজনক পারফরম্যান্সের পর দেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন গোলকিপার মিতুল মারমা। বুধবার (১১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে এ দুঃখপ্রকাশ করেন তিনি।

স্ট্যাটাসে মিতুল লেখেন, “আমার জীবনের সবচেয়ে দুঃখজনক মুহূর্ত আমার ওপর গভীর প্রভাব ফেলেছে। আমাকে এমন কিছুর মুখোমুখি হতে হয়েছে, যা আমার হৃদয় ভেঙে দিয়েছে। আমার বড় ভাইয়ের মৃত্যুতে সত্যি আমি কষ্ট পেয়েছি। ভাইকে হারানোর এই দুঃসংবাদের মধ্যেও আমি নিজের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি। দলের জন্য কিছু করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি—এ জন্য আমি সত্যিই দুঃখিত এবং ক্ষমা প্রার্থনা করছি।”

এই কঠিন সময়ে নিজেকে নতুন করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে মিতুল আরও বলেন, “আবারও বলছি, ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন। বিশ্বাস রাখুন, আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।”

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্সে হতাশ ছিল সমর্থকরা। ম্যাচে একাধিক গোলের সুযোগ হাতছাড়া হওয়ার পাশাপাশি গোলপোস্ট রক্ষায় কিছু ভুল সিদ্ধান্তের জন্য সমালোচিত হন মিতুল মারমা। তবে ব্যক্তিগত শোকের মধ্যেও খেলতে নেমে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি—এমনই বার্তা দিয়েছেন তার স্ট্যাটাসে।

মিতুলের এই বক্তব্যে অনেকে সহানুভূতি প্রকাশ করেছেন এবং একজন তরুণ খেলোয়াড় হিসেবে তার পাশে থাকার আশ্বাসও দিয়েছেন ফুটবলপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *