সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে জাতীয় দলে যোগ দিলেন ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা

ঢাকা, ২ জুন ২০২৫ – এশিয়ান কাপ বাছাই পর্বে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী।

আজ সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে লন্ডন থেকে ঢাকায় পৌঁছান এই ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার। তার সঙ্গে উপস্থিত ছিলেন বাবা ও মা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামজাকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তিনজন নির্বাহী সদস্য। আনুষ্ঠানিকতা শেষে তিনি সরাসরি টিম হোটেলের উদ্দেশে রওনা দেন।

হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে হামজার। তবে দলের স্প্যানিশ কোচ আজকের অনুশীলনটি গতকালের মতোই ক্লোজড ডোর (সাংবাদিক ও দর্শকদের জন্য নিষিদ্ধ) রেখেছেন।

উল্লেখ্য, এর আগে গত ২৫ মার্চ ভারতের বিরুদ্ধে এশিয়ান কাপের ম্যাচ খেলতে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন হামজা চৌধুরী।

জাতীয় দলে তার দ্বিতীয়বারের মতো আগমনকে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *