
ঢাকা, ২৭ জুন: করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) ফান্ডের একটি অংশ ক্রীড়া খাতে ব্যবহারের বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
শুক্রবার (২৭ জুন) রমনা টেনিস কমপ্লেক্সে ময়মনসিংহ বিভাগীয় টেনিস প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “বিগত সময়ে একটি স্টেডিয়াম নির্মাণে সাড়ে চার হাজার কোটি টাকার প্রস্তাব ছিল। সেই অর্থ যদি ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে থাকতো, তাহলে দেশের খেলাধুলার চেহারা বদলে যেতো। আমাদের খেলাধুলাকে শুধু প্রফেশনাল দৃষ্টিকোণ থেকে দেখলে চলবে না, এটি সমাজ গঠনের একটি মাধ্যম হিসেবেও ভাবতে হবে।”
দায়িত্ব গ্রহণের পর খেলাধুলায় মনোযোগ না দিতে পারার কথা উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, “এখন আবার খেলাধুলায় সক্রিয় হচ্ছি। খেলাধুলা থেকে দূরে থাকার কারণে তরুণ প্রজন্ম নানা সমস্যায় পড়ছে।”
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রসঙ্গে তিনি জানান, যথাসময়ে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালকদের কাজের মূল্যায়নের এখতিয়ার সরকারের আছে। অন্য নির্বাচিত সদস্যদের বিষয়ে মূল্যায়ন করবে বিসিবি নিজেই।”
অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা, অংশগ্রহণ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার উপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা।