শুরুর একাদশে খেলতে চান জামাল, সঙ্গে শমিত-জায়ান

এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশে ছিলেন না অধিনায়ক জামাল ভূঁইয়া, কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম ও প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। তবে এখন থেকে এই তিনজনকে একসঙ্গে শুরুর একাদশে দেখা যাবে বলে জানিয়েছেন জামাল।

শুক্রবার (১০ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামাল বলেন, “শেষ কয়েকটা ম্যাচে আমাকে না খেলানো কোচ হাভিয়ের কাবরেরার ভুল ছিল।” হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল।

জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, “গতকাল জেতার জন্য না গিয়ে ড্রয়ের জন্য খেললে আমরা এক পয়েন্ট পেতাম। শেখার সময় এখন আর নেই, এখন আমরা রেজাল্ট চাই।” তিনি আরও বলেন, “এশিয়ান বাছাই পর্বের বাকি তিন ম্যাচই জিততে চাই। আগামীকাল বিকেলে হংকংয়ে প্রথম সেশন।”

প্রসঙ্গত, হংকং-চায়নার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে চোখের জলে মাঠ ছাড়তে হয় হামজা চৌধুরীদের। সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে ৪-৩ ব্যবধানে হার মানে বাংলাদেশ। হামজার গোলে লিড নেওয়া ম্যাচে এক পর্যায়ে ৩-১ গোলে পিছিয়ে পড়লেও মোরসালিন ও শমিত সোমের গোলে সমতা ফেরায় লাল-সবুজরা। তবে শেষ মুহূর্তের গোলে ভেঙে যায় কোটি ফুটবলভক্তের স্বপ্ন। পরের ম্যাচ ১৪ অক্টোবর, প্রতিপক্ষ আবারও সেই হংকং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *