লামিন ইয়ামাল ও তার গার্লফ্রেন্ড নিকির ব্রেকআপ..

স্প্যানিশ তরুণ ফুটবল সেনসেশন লামিন ইয়ামাল এবং আর্জেন্টাইন জনপ্রিয় গায়িকা নিকি নিয়োল—এই আলোচিত জুটির প্রেমের অধ্যায় শেষ হয়েছে। নিজেদের সম্পর্কের সমাপ্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ইয়ামাল নিজেই।

শনিবার (১ নভেম্বর) স্প্যানিশ সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন,

> “আমরা এখন আর একসাথে নেই। কোনো প্রতারণা বা অন্য কোনো ব্যক্তির কারণে নয়—আমরা দু’জনেই ভিন্ন পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”



সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসাথে থাকা ছবি ও ভিডিও মুছে ফেলা হয়, এরপর থেকেই সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অবশেষে ইয়ামালের বক্তব্যে সেই জল্পনার অবসান হলো।

ইয়ামাল ও নিকির সম্পর্ক নিয়ে প্রথম আলোড়ন ওঠে ২০২৫ সালের জুলাই মাসে। দু’জনকে একাধিকবার একসাথে দেখা যাওয়ার পর আগস্টে তারা ইনস্টাগ্রামে নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন। অল্প সময়েই এই জুটি ফুটবল ও সঙ্গীতপ্রেমীদের কাছে হয়ে ওঠে অন্যতম আলোচিত নাম।

তবে কয়েক মাসের মধ্যেই সম্পর্কের ইতি টানলেন তারা। ইয়ামালের ভাষায়, এটি ছিল “পারস্পরিক সিদ্ধান্ত”—কোনো নেতিবাচক কারণ নয়।

বর্তমানে ইয়ামাল পুরোপুরি মনোযোগ দিতে চান মাঠের খেলায়, আর নিকি নিয়োল ফিরেছেন তার নতুন সংগীত প্রজেক্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *