
মাদ্রিদ, ২২ মে:
রিয়াল মাদ্রিদে এক যুগেরও বেশি সময়ের গৌরবময় অধ্যায়ের ইতি টানছেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ। শনিবার, স্থানীয় সময়ে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটিই হবে লস ব্লাঙ্কোসদের জার্সিতে তার শেষ ম্যাচ। এরপর সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে তাকে আনুষ্ঠানিক বিদায় জানাবে ক্লাবটি।
রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৮ বছর বয়সী এই ফুটবলার জুনে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপ খেলে ক্লাবটি ছাড়বেন। যদিও আরও এক মৌসুম চুক্তি নবায়নের আলোচনা চলছিল, তবে তা আর এগোয়নি।
২০১২ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগ দেন লুকা মদ্রিচ। এরপর দীর্ঘ ১৩ বছরে ক্লাবটির হয়ে খেলেছেন ৫৯০টি ম্যাচ, জিতেছেন ২৮টি শিরোপা। এর মধ্যে রয়েছে ৬টি চ্যাম্পিয়নস লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ নানা ঘরোয়া ও আন্তর্জাতিক শিরোপা।
এক আবেগঘন পোস্টে মদ্রিচ লেখেন, “এসেছিলাম বিশ্বের সেরা ক্লাবের জার্সি পরার আশা এবং বড় কিছু করার আকাঙ্ক্ষা নিয়ে। কিন্তু এরপর যা ঘটেছে তা আমি কখনো কল্পনাও করিনি। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা আমার ফুটবলজীবন এবং ব্যক্তিজীবন—উভয়ই বদলে দিয়েছে।”
মেসি-রোনালদোর আধিপত্যের যুগে ব্যতিক্রম হয়ে ২০১৮ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন মদ্রিচ। একই বছর ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে তুলেও ইতিহাস গড়েন তিনি।
মদ্রিচের বিদায়ে রিয়াল ভক্তদের মাঝে একদিকে আবেগের ঢেউ, অন্যদিকে দীর্ঘ ১৩ বছরের স্মৃতির সমাপ্তি। শনিবার বার্নাব্যুতে সেই স্মৃতিগুলোকেই শ্রদ্ধাভরে বিদায় জানাবে ক্লাব ও সমর্থকরা।