
নারী এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার (২ জুলাই) ইয়াঙ্গুনের থুয়ানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করে নায়িকা বনে যান ঋতুপর্ণা চাকমা।
ম্যাচের শুরুতেই স্বাগতিক মিয়ানমার জোরালো আক্রমণ চালালেও লক্ষ্যভ্রষ্ট হওয়ায় গোল বঞ্চিত হয় তারা। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ১৯তম মিনিটে ঋতুপর্ণার শক্তিশালী শটে এগিয়ে যায় লাল-সবুজের দল। দ্বিতীয়ার্ধে, ৭২ মিনিটে ফের গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা। যদিও ম্যাচের শেষদিকে একটি গোল শোধ দেয় মিয়ানমার, কিন্তু তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
এই জয়ে বাছাইপর্বে পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দারুণ শুরু করেছিল তারা।
এখন তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে জয় কিংবা ড্র করলেই প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে খেলার ইতিহাস গড়বে মনিকা-তহুরারা।
বাংলাদেশ নারী দলের এই জয়ে দেশের ফুটবল অঙ্গনে বইছে উচ্ছ্বাসের বন্যা। এখন নজর তুর্কমেনিস্তানের বিপক্ষে ‘সোনালী ইতিহাস’ রচনার দিকে।