
আসন্ন ভারত-বাংলাদেশ ফুটবল ম্যাচকে ঘিরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে অংশীদারিত্বে যুক্ত হয়েছে জনপ্রিয় অনলাইন গেম ফ্রি ফায়ার। বুধবার (১২ নভেম্বর) বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় ফ্রি ফায়ার এবার খেলাধুলার মাঠেও নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। অংশীদারিত্বের অংশ হিসেবে ম্যাচ চলাকালীন দর্শকদের জন্য থাকছে নানা রকম গেমিং অ্যাক্টিভেশন, পুরস্কার ও প্রচারাভিযান।
বাফুফের এক কর্মকর্তা বলেন, “তরুণদের ফুটবলের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জনপ্রিয় গেম ফ্রি ফায়ার আমাদের ম্যাচকে ঘিরে তরুণদের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।”
আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যকার এই বহুল প্রতীক্ষিত ম্যাচ। এবার ম্যাচ মাঠের বাইরে যেমন প্রতিযোগিতা, তেমনি অনলাইন দুনিয়াতেও জমবে ফ্রি ফায়ার–এর রঙ।