
ঢাকা, ২৯ মে — বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদে বহাল থাকার ঘোষণা দিয়েছেন ফারুক আহমেদ। সম্প্রতি তাকে পদত্যাগ করতে বলা হয়েছে—এমন গুঞ্জনের মধ্যে বুধবার (২৮ মে) রাতে যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, পদত্যাগ করছেন না তিনি।
এর আগে যমুনা টেলিভিশনের একটি প্রতিবেদনে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবি সভাপতির পদে ফারুক আহমেদকে আর দেখতে চায় না। তার স্থলাভিষিক্ত হিসেবে আসতে পারেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
তবে নতুন সভাপতির নিয়োগ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। গঠনতন্ত্র অনুযায়ী, বুলবুলের বিসিবির কাউন্সিলর হওয়া নিয়েই প্রশ্ন উঠেছে। তাছাড়া, সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপে যদি বিসিবির নেতৃত্ব পরিবর্তন হয়, তবে তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গাইডলাইনের লঙ্ঘন হতে পারে।
ফারুক আহমেদ ২০২৩ সালের ২১ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর হিসেবে বিসিবির পরিচালক হয়ে সভাপতি নির্বাচিত হন। গঠনতন্ত্র অনুযায়ী, তিনি পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত এই পদে বহাল থাকার কথা।
বর্তমান পরিস্থিতিতে বিসিবির নেতৃত্বে পরিবর্তন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা ঘিরে ক্রিকেট অঙ্গনে আলোচনার ঝড় বইছে। তবে ফারুক আহমেদের সাফ জানিয়ে দেওয়া বক্তব্যে বোর্ডের স্থিতিশীলতা আপাতত বজায় থাকছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।