
ঢাকা, ৬ জুন ২০২৫ — বাংলাদেশের ফুটবলে যেন বইছে নতুন জোয়ার। জাতীয় দল ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে আশাবাদ, তৈরি হচ্ছে মহাদেশীয় ও বৈশ্বিক শিরোপার স্বপ্ন। এই পরিবর্তনের ধারায় উঠে আসছেন এক ঝাঁক উদীয়মান ফুটবলার, তাদের মধ্যেই অন্যতম কানাডা প্রবাসী শমিত সোম।
বাংলাদেশের জার্সিতে তার অভিষেক এখন সময়ের ব্যাপার মাত্র। ইতোমধ্যে জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যুক্ত হয়েছেন তিনি। শুক্রবার (৬ জুন) বাংলাদেশ ফুটবল দলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় শমিত তার অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা অকপটে তুলে ধরেন।
ভুটান ম্যাচে খেলার সুযোগ না হলেও মাঠে বসেই খেলা উপভোগ করেছেন এই মিডফিল্ডার। দেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা শমিত বলেন, “আমি খুবই খুশি দেশে ফিরে আসতে পেরে। মিডফিল্ডে যারা খেলেন, তাদের সঙ্গে আমার বোঝাপোড়া দারুণ হবে বলে আশা করি।”
সতীর্থদের প্রশংসা করে তিনি বলেন, “ভুটান ম্যাচে দল দারুণ খেলেছে। এটি সিঙ্গাপুর ম্যাচের আগে আমাদের জন্য বড় প্রেরণা। বাংলাদেশের ফুটবল ভক্তরাও অসাধারণ। আমি অনুশীলনে অংশ নেওয়ার এবং দলের হয়ে মাঠে নামার জন্য রীতিমতো মুখিয়ে আছি।”
বাংলাদেশ দলের সাম্প্রতিক ফর্ম ও উদ্দীপনা ফুটবল অঙ্গনে নতুন প্রত্যাশার জন্ম দিচ্ছে। শমিত সোমের মতো তরুণ প্রতিভাদের আগমন সেই আশার আলোকে আরও উজ্জ্বল করে তুলছে।