বাংলাদেশ ক্রিকেটে পরিবর্তনের হাওয়া: নির্বাচনকালীন সভাপতি হতে রাজি আমিনুল ইসলাম বুলবুল

ঢাকা, ২৮ মে — বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকালীন সভাপতির দায়িত্ব নিতে সম্মতি দিয়েছেন দেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে প্রস্তাব আসার পর কিছুদিন ধরেই চলছিল জল্পনা-কল্পনা। অবশেষে নিশ্চিত করলেন নিজেই—দায়িত্ব নিতে তিনি প্রস্তুত।

তিন দিন আগে ব্যক্তিগত সফরে দেশে আসেন বুলবুল। এরপর বুধবার রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের বাসায় অনুষ্ঠিত এক বৈঠকে বসেন তিনি। ওই আলোচনায় উপস্থিত ছিলেন বর্তমান বিসিবি সভাপতি ফারুক আহমেদও। বৈঠকে প্রস্তাবটি বিবেচনায় নিয়ে বুলবুল জানিয়ে দেন, ৩-৪ মাসের জন্য দায়িত্ব নিতে কোনো আপত্তি নেই তার।

তবে প্রশ্ন উঠেছিল, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ডেভেলপমেন্ট কমিটিতে যুক্ত বুলবুলের পক্ষে কি অতিরিক্ত দায়িত্ব পালন সম্ভব? সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান—এই স্বল্প মেয়াদের দায়িত্বে তার কোনো সমস্যা নেই।

অন্যদিকে, বিসিবি সভাপতি ফারুক আহমেদও আলোচনায় গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন। তিনি জানান, যদি নির্বাচন অক্টোবরেই হয়, তবে তিনি চাইলে নির্বাচন পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে পারেন, এমনকি প্রয়োজনে নির্বাচনেও অংশ নেবেন না। এ সময়ের মধ্যে বোর্ডের গঠনতন্ত্র সংশোধনসহ নির্বাচনের সময় এগিয়ে আনার বিষয়েও কাজ করবেন তিনি।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবি সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। নাজমুল হাসান পাপনের বিদায়ের পর বোর্ডে বেশ কিছু নতুন মুখের আগমন ঘটে, যার মধ্যে ছিলেন নাজমুল আবেদীন ফাহিমও।

নতুন করে আমিনুল বুলবুলের অন্তর্ভুক্তি দেশের ক্রিকেট প্রশাসনে একটি নতুন দিগন্তের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *