
ঢাকা, ১০ জুন — এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যদিও শেষদিকে দুর্দান্ত লড়াই করেছে স্বাগতিকরা, কিন্তু শেষ হাসি হেসেছে সিঙ্গাপুরই।
ম্যাচের প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ। কানায় কানায় পূর্ণ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নতুন দিনের আশায় মাঠে নামে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ হন রাকিব হোসেন, ফাহামিদুলসহ ফরোয়ার্ডরা।
ম্যাচের ৪৪ মিনিটে বাংলাদেশ গোলকিপার মিতুলের ভুলের সুযোগ নেন সিঙ্গাপুরের সং উই ইয়াং। তাঁর শট ঠেকাতে ব্যর্থ হন হামজা চৌধুরীও। বিরতির পর ৫৯ মিনিটে ব্যবধান বাড়ান ইসকান ফান্দি। যদিও মিতুল ঝাঁপিয়েও গোল রক্ষা করতে পারেননি।
২-০ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয় ৬৭ মিনিটে। হামজার পাস থেকে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন রাকিব হোসেন, ব্যবধান কমে দাঁড়ায় ২-১। এরপর একাধিক আক্রমণ শানায় স্বাগতিকরা।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে শাহরিয়ার ইমনের দুর্দান্ত হেডে সমতা ফিরিয়ে আনার সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু সিঙ্গাপুরের গোলকিপার চমৎকার সেভ করে তা ব্যর্থ করে দেন।
অবশেষে হতাশা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। তবে লড়াকু পারফরম্যান্সে ফুটেছে আশার আলো — সামনের ম্যাচগুলোতে সেটাই হতে পারে দলটির এগিয়ে যাওয়ার প্রেরণা।