
ফুটবল বিশ্বের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবার অবসরের পরিকল্পনা নিয়ে ভাবছেন। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়া এই পর্তুগিজ তারকা জানিয়েছেন, পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতেই তিনি অবসরের সিদ্ধান্ত বিবেচনা করছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, “আমি জীবনের বেশিরভাগ সময় ফুটবলের জন্য ব্যয় করেছি। এখন চাই, সন্তানদের বড় হতে দেখা, পরিবারের সঙ্গে সময় কাটানো।”
৩৯ বছর বয়সী রোনালদো বর্তমানে সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, হয়তো খুব শিগগিরই পেশাদার ফুটবলকে বিদায় জানাবেন।
বিশ্বজুড়ে ভক্তদের কাছে রোনালদোর অবসরের খবর মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ তার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন, আবার অনেকে চান আরও কিছুদিন মাঠে দেখতে এই কিংবদন্তিকে।