
রিও ডি জেনেইরো, ৮ জুন:
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে তার বর্তমান ক্লাব সান্তোস। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমে বিষয়টি প্রকাশ করলে, পরে ব্রাজিলের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম গ্লোবো তা নিশ্চিত করে।
সান্তোস ক্লাবের এক অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার (৫ জুন) থেকে নেইমারের শরীরে ভাইরাল উপসর্গ দেখা দিলে মেডিকেল বিভাগের পরামর্শে তার করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে এবং সঙ্গে সঙ্গে তাকে আইসোলেশনে পাঠানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, “নেইমার বর্তমানে ক্লাবের সকল কার্যক্রম থেকে দূরে আছেন এবং নিজ বাসভবনে চিকিৎসকের তত্ত্বাবধানে বিশ্রামে রয়েছেন।”
নেইমারের অসুস্থতা নিয়ে ভক্তদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়লেও, ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, তার উপসর্গ মৃদু এবং তিনি ধীরে ধীরে সেরে উঠছেন।
সাম্প্রতিক সময়ে ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন নেইমার। তবে করোনায় আক্রান্ত হওয়ায় তার পুনরায় মাঠে ফেরা আরও কিছুদিন বিলম্বিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।