
আর্জেন্টিনা ফুটবল দলের ভারত সফর নিয়ে কয়েক দিন ধরে আলোচনা চলছিল। অবশেষে তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজদের নিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এ বছরের নভেম্বরে ভারতে আসছে বলে নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। শুক্রবার (২২ আগস্ট) এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এএফএ জানিয়েছে, কোচ লিওনেল স্কালোনির অধীনে ২০২৫ সালের বাকি সময় জুড়ে একাধিক প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এর মধ্যে দুটি ফিফা উইন্ডো নির্ধারিত রয়েছে। প্রথমটি ৬ অক্টোবর থেকে ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রে, আর দ্বিতীয়টি ১০ নভেম্বর থেকে ১৮ নভেম্বরের মধ্যে। নভেম্বরে অ্যাঙ্গোলার লুয়ান্ডা ও ভারতের কেরালায় মাঠে নামবে আর্জেন্টিনা। যদিও ভারতের কোন শহর কিংবা কোন স্টেডিয়ামে ম্যাচটি হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। একইভাবে অক্টোবরের যুক্তরাষ্ট্র সফরের প্রতিপক্ষও অনিশ্চিত রয়েছে।
এর আগে ২০১১ সালে সর্বশেষ ভারত সফরে গিয়েছিল আর্জেন্টিনা দল। সেই সফরে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছিল মেসিরা। দীর্ঘ ১৪ বছর পর আবারও ভারত সফরে আসছেন বিশ্বচ্যাম্পিয়নরা। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে কিছু জটিলতার কারণে সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সব বাধা কাটিয়ে এবার আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করেছে এএফএ।