
কলম্বোতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ৪৫ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪৮ রান। ইনিংসের শুরুটা ধীর গতির হলেও মধ্য ওভারে দ্রুত রান তোলেন টাইগার ব্যাটাররা। বিশেষ করে মিডল অর্ডারে ব্যাটসম্যানদের দৃঢ়তায় দল গড়ে তোলে লড়াই করার মতো সংগ্রহ।
২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। তবে উইকেটের অন্য প্রান্তে থিতু হয়ে লড়াই চালিয়ে যান দুই অভিজ্ঞ ব্যাটার। তবু বাংলাদেশের বোলাররা বারবার আঘাত হেনে লঙ্কানদের পথ কঠিন করে তোলে। বিশেষ করে ডেথ ওভারে দুর্দান্ত বল করেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম, যা শেষ পর্যন্ত জয় এনে দেয় সফরকারী বাংলাদেশকে।
শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ৪৮ ওভার ৫ বলে ২৩২ রান তুলতেই অলআউট হয়ে যায়। ফলে ১৬ রানের জয় নিয়ে উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ শিবির। সিরিজে এখন দুই দলই সমতায় রয়েছে, ফলে শেষ ম্যাচটি রূপ নিতে যাচ্ছে রুদ্ধশ্বাস এক ফাইনালে। ক্রিকেটপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষায় সেই মহারণের।