খাজার ক্যারিয়ারের শেষ ম্যাচ, রাঙিয়ে রাখলো অস্ট্রেলিয়া

অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে সিডনিতে সফরকারী ইংল্যান্ডকে ৫ উইকেটে পরাজিত করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ম্যাচটি শেষ হলে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে নিজেদের করে নেয় অজিরা।
এই সিরিজে ইংল্যান্ড মাত্র একটি টেস্টে জয় পেয়েছে। মেলবোর্ন টেস্টে ৪ উইকেটের সেই জয়ই ছিল এবারের অ্যাশেজে তাদের একমাত্র সাফল্য।
সিডনি টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ট্রাভিস হেড। তিনি দুই ইনিংসে করেন ১৬৩ ও ২৯ রান। আর পুরো সিরিজে পাঁচ টেস্টে ৩১ উইকেট শিকার করে সিরিজসেরা হন অজি পেসার মিচেল স্টার্ক।
পঞ্চম দিনের শুরুতে ৮ উইকেটে ৩০২ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। নতুন বল নেওয়ার পর তারা টিকতে পারে মাত্র ৮.২ ওভার। ৮৮.২ ওভারে ৩৪২ রানে অলআউট হয় সফরকারীরা। আগের দিন ১৪২ রানে অপরাজিত থাকা বেথেল এদিন যোগ করতে পারেন মাত্র ১২ রান। ২৬৫ বলে ১৫টি চারসহ তার ১৫৪ রানের দারুণ ইনিংস শেষ হয় মিচেল স্টার্কের বলে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে।
অস্ট্রেলিয়ার পক্ষে বিউ ওয়েবস্টার ও মিচেল স্টার্ক তিনটি করে উইকেট নেন।
শেষ ইনিংসে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬০ রান। ব্যাটিংয়ে নেমে আগ্রাসী সূচনা করেন ট্রাভিস হেড। জ্যাক ওয়েদারাল্ডকে সঙ্গে নিয়ে তিনি গড়েন ৬২ রানের জুটি। আগের ইনিংসে সেঞ্চুরি করা হেড এদিন ৩৫ বলে ২৯ রান করে টাংয়ের বলে আউট হন। ওয়েদারাল্ড করেন ৪০ বলে ৩৪ রান।
অধিনায়ক স্টিভ স্মিথ প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেও দ্বিতীয় ইনিংসে ১২ বলে ১২ রান করে উইল জ্যাকসের বলে আউট হন। টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়া উসমান খাজা করেন মাত্র ৬ রান। মার্নাস লাবুশেন ৪০ বলে ৩৭ রান করে রানআউট হন।
১২১ রানে পাঁচ উইকেট হারালেও অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিনের দৃঢ়তায় জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ক্যারি ১৬ ও গ্রিন ২২ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *