
এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য লিটন দাসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (২২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। দীর্ঘদিন ধরে নেতৃত্বের আলোচনায় থাকলেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে বড় আসরে লিটনের কাঁধে দায়িত্ব দিল বিসিবি। এই ঘোষণার মধ্য দিয়ে টাইগারদের নতুন সম্ভাবনার দিক উন্মোচিত হয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
ঘোষিত দলে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান, সাইফ হাসান ও নাসুম আহমেদ। তবে বাদ পড়েছেন নাইম শেখ। স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। পুরো স্কোয়াডে রয়েছেন লিটন দাস (অধিনায়ক), তানজিদ তামিম, ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও সাইফ উদ্দিন। ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা, নতুনদের সঙ্গে অভিজ্ঞদের এই মিশ্রণ দলকে ভিন্ন ধারায় এগিয়ে নেবে।
আগামী ৩০ আগস্ট সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে নামবে টাইগাররা। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই সিরিজ শেষ করেই ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসতে যাওয়া এশিয়া কাপে অংশ নিতে উড়াল দেবে বাংলাদেশ দল। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের এই মহারণ। ক্রিকেট বোর্ড ও ভক্তদের প্রত্যাশা—নতুন নেতৃত্বে এবার এশিয়ার মঞ্চে লড়াইয়ে অন্য রূপে দেখা দেবে টাইগাররা।