এশিয়ান কাপ বাছাইপর্বে একই দিনে হেরেছে বাংলাদেশ ও ভারত, পয়েন্ট টেবিলে এগিয়ে জামালরা

স্পোর্টস ডেস্ক | ১১ জুন ২০২৫

এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর বাছাইপর্বে একই দিনে পরাজয়ের তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশ ও ভারত। তবে পয়েন্ট ও গোল ব্যবধান সমান হলেও গোলসংখ্যায় এগিয়ে থেকে ভারতকে টপকে গ্রুপ ‘সি’-তে তিন নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।

মঙ্গলবার (১০ জুন) অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ২-১ ব্যবধানে পরাজিত হয় সিঙ্গাপুরের বিপক্ষে। অন্যদিকে, ভারতের ভাগ্য নির্ধারিত হয় শেষ মুহূর্তের একটি গোলে, যা এনে দেয় হংকংয়ের ১-০ গোলের জয়।

এই ফলাফলে বাংলাদেশ ও ভারতের নামের পাশে এখন সমান ১ পয়েন্ট। দুই দলই একটি করে ম্যাচ ড্র করেছে ও একটি করে হেরেছে। গোল পার্থক্য -১ হলেও, গোল সংখ্যা বেশি করায় পয়েন্ট তালিকায় ভারতের ওপরেই রয়েছে বাংলাদেশ।

গ্রুপে শীর্ষে অবস্থান করছে সিঙ্গাপুর, দুই ম্যাচে একটি জয় ও একটি ড্র নিয়ে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে হংকং।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ হবে আগামী অক্টোবর মাসে, যেখানে কাবরেরার দল মুখোমুখি হবে হংকংয়ের। পাঁচদিনের ব্যবধানে অনুষ্ঠিত হবে দুইটি ম্যাচ—প্রথমটি ঢাকায়, দ্বিতীয়টি হংকংয়ে।

দুই ম্যাচেই জয় পেতে মরিয়া থাকবে জামাল ভূঁইয়ার দল, কারণ এ রাউন্ড থেকেই নির্ধারিত হবে কারা যাবে এশিয়ান কাপের মূল পর্বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *